Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

 পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সৃষ্টির পূর্বে এর নাম ছিল RD-২, RD-১২, ও পল্লী বিত্তহীন কর্মসূচী। ১৯৮৪ সাল থেকে BRDB, সিডা (CIDA) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছিল। পরবর্তীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর মহান জাতীয় সংসদ কর্তৃক ০৭ নভেম্বর ১৯৯৯ গৃহীত এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ১০ নভেম্বর ১৯৯৯ সালের ২৩ নম্বর আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি স্থায়ী প্রতিষ্ঠান।

 

                                                               মন্ত্রণালয়:স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি প্রতিষ্ঠান।

                                          প্রতিষ্ঠানের ধরণ:

·        দরিদ্র অসুবিধাগ্রস্থ ব্যক্তির সেবায় নিয়োজিত একটি স্ব-শাসিত সুদৃঢ়, আর্থিক স্বনির্ভর ও অমুনাফাকাঙ্খী প্রতিষ্ঠান।

·        ফাউন্ডেশন একটি স্ব-শাসিত নন-ব্যাংকিক আর্থিক প্রতিষ্ঠান।

·        প্রতিষ্ঠানটি বাধাধরা সরকারী নিয়ম নীতির বাইরে সংবিধিবদ্ধ একটি নমনীয় এবং স্থায়ী প্রতিষ্ঠান।

                                          প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য:

·        পিডিবিএফ এর মূল লক্ষ্য হচ্ছে ‘‘পল্লী দারিদ্র্য ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং একটি আত্মনির্ভরশীল স্থায়ী প্রতিষ্ঠান তৈরী করা।

                                          কার্যাবলী:

·        পল্লী দারিদ্র্য জনগোষ্ঠীকে সংগঠিত করে শক্তিশালী সংগঠন তৈরী করা।

·        সঞ্চয়ের মাধ্যমে পূঁজি গঠন ও উদ্বুদ্ধ

·         করা।

·        আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে প্রশিক্ষণ দেওয়া ও ঐ সকল কর্মকান্ডে ঋণ সহায়তা প্রদান করা।

·                                                                             নারী-পুরুষের সমতা বিকাশের মাধ্যমে পল্লী দারিদ্র্য জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ও সামাজিক অধিকার

                                                                              প্রতিষ্ঠা

 

 

                                                                              নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সমতা বিধান করা।